
বিজ্ঞপ্তি : দেশ টিভির খুলনায় কর্মরত সাংবাদিক মোঃ অসীমকে খুলনা প্রেসক্লাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় সাংবাদিক মোঃ অসীমের বিরুদ্ধে সর্বসম্মত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনায় কর্মরত দেশ টিভির সাংবাদিক মোঃ অসীম খুলনা প্রেসক্লাবের সদস্য নন। তার বিরুদ্ধে আবেদনকারিনী অভিযোগে উল্লেখ করেন যে, তাকে বিভিন্নভাবে সাংবাদিক মোঃ অসীম জীবননাশের হুমকি দিয়ে আসছে। এমনকি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জালিয়াতির মাধ্যমে মিথ্যা একটি বিবাহের এ্যাফিডেভিট তৈরী করে স্ত্রী হিসেবে দাবি করে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করে তার সাথে প্রতারণা করা হয়েছে।
বিষয়টি নিয়ে ক্লাবের কার্যনির্বাহী সভায় আলোচনা শেষে সাংবাদিক মোঃ অসীমকে খুলনা প্রেসক্লাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়। একই সাথে জানানো হয় যে, এ ঘটনায় সাংবাদিক মোঃ অসীমের বিরুদ্ধে ভুক্তভোগী নারী আইনের আশ্রয় নিলে খুলনা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের কোনো আপত্তি থাকবে না।
এছাড়া সভায় অনিবন্ধিত পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল দ্রুত বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় এবং যে সকল পত্রিকার নিবন্ধন ইতোমধ্যে বাতিল হয়েছে সে সকল পত্রিকায় কোনো ধরণের নোটিশ বা বিজ্ঞপ্তি না পাঠানোর জন্য আহবান জানানো হয়।
ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, মোঃ শাহ আলম, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম ও মোঃ আঃ হালিম প্রমুখ।