বিজ্ঞপ্তি : ঢাকায় বিএনপি-জামায়াতের কর্মসূচী চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির খবর সংগ্রহ করেন এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়া ও দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।