
জন্মভূমি রিপোর্ট : খুলনা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সমিতির কার্যালয় এর আয়োজন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আজম খান কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন কমিশনার চেম্বার পরিচালক ও খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান ও সহকারী নির্বাচন কমিশনার সত্যপ্রিয় সোম বলাই উপস্থিত ছিলেন।
নির্বাচিত কর্মকর্তা সভাপতি আলহাজ¦ আ. আজিজ শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. কবীর হোসেন, সহ-সভাপতি মো. মোর্তজা মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ, সহ- সাধারণ সম্পাদক মো. সুলাইমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মো.বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক ননী গোপাল সরকার, শালিসী বিষয়ক সম্পাদক মো. জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক মো. আলামিন খান ও নির্বাহী সম্পাদক মো. আব্দুল জলিল খান ও মো. হেদায়েত হোসেন মাঝি এবং মো. লিটু মোল্লা শপথ গ্রহণ করেন। গত ১৪নভেম্বর সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।