
বিজ্ঞপ্তি : খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নামে চরম মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারাধিকার ফেরতের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জনদাবিকে পাশ কাটিয়ে বক্তৃতার বেশিরভাগ সময় জুড়ে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা জিয়া পরিবারকে ঘিরে আক্রমনাত্মক বক্তৃতা করেন শেখ হাসিনা। সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই বক্তৃতার প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির একদফা দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।