
বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাচনে সাংবাদিক রুহুল আমিন গাজী সভাপতি ও ‘বিএনপি’র কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য সচিব কাদের গনি চৌধুরী মহাসচিব এবং মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এহতেশামুল হক শাওনসহ রুহুল আমিন গাজী-কাদের গনি চৌধুরী পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ একবিবৃতিতে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

