
খালিশপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি ও আইনজীবী ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ মে) রাতে খালিশপুর প্লাটিনাম দ্বিতীয় গেট থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নয়াবাটি এলাকার সেলিম সর্দারের ছেলে নাজমুল হোসেন বাবু ও একই এলাকার আ: হাই আকন্দের ছেলে আরিফুর রহমান আরেফিন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, ৮ মে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা লিটনের ওপর আক্রমণ করে। ১০ মে তিনি খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। হামলার ব্যাপারে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির নাম তিনি তদন্ত কর্মকর্তার নিকট বলেন। সকল তথ্য সংগ্রহ করার পর শুক্রবার রাতে বাবুু ও আরেফিনকে খালিশপুর প্লাটিনাম দ্বিতীয় গেট থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার সাথে জড়িত আছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে। তাদেরকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান বলেন, আইনজীবী ফজলে হালিম লিটনের ওপর হামলার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন দলের সদস্য সে বিষয়ে কোন কিছু জানা যায়নি। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।