সুষ্ঠু নির্বাচনের দাবি উভয় পক্ষের
জন্মভূমি রিপোর্ট
অপেক্ষার পালা শেষে অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিএমএ নির্বাচন আজ। নির্বাচনে অংশগ্রহণ করছে আওয়ামী লীগ সমর্থিত স্বাচিপপন্থি দুই প্যানেল। তবে একটি পক্ষে কেন্দ্রীয় স্বাচিপ সরাসরি সমর্থন করেছে। তা নিয়ে অন্য পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি একটি পেশাজীবী নির্বাচন অরাজনৈতিক হওয়া উচিৎ। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি ড: বাহারুল আলম। অপরটির নেতৃত্বে আছেন সাবেক সভাপিত ডা: কিউ হামিদ আজগর। তবে দলের মূল ধারার একটি সমর্থন ও আধিপত্য আছে। এছাড়া বিরোধীদল বিএনপি সমর্থিত ড্যাবের চিকিৎসকরা নির্বাচন বর্জন করেছেন তবে একক কোন প্যানেল বিজয়ের সম্ভাবনাকে দেখছেন না বিশ্লেষকরা। ভোটের ব্যবধান গড়বে নিজস্ব ইমেজে।
নির্বাচন পরিচালনা সূত্রমতে এবারের নির্বাচনে ২ হাজার ১শ’ ৫০ জন ভোটার। স্বাচিপের দুই প্যানেল ভাগ হয়ে নির্বাচনে ২৪টি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি প্রার্থী হয়েছেন ডা. মামুনুর রশীদ। আজ বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএমএ সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিএমএ’র সর্বশেষ দ্বি-বার্ষিক নির্বাচন হয়েছিল। কিন্তু কমিটির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেলেও দীর্ঘদিন নির্বাচন হয়নি। অবশেষে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
খুুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলমের নেতৃত্বাধীন ডা বাহার-ডা তরুন পরিষদের প্যানেলে সভাপতি পদে ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ডা. জিল্লুর রহমান তরুণ, সহ-সভাপতি পদে ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. দিদারুল আলম শাহীন ও ডা. সুফিয়ান রুস্তম, কোষাধ্যক্ষ পদে ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সুমন রায়, দপ্তর সম্পাদক পদে ডা. অনল রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. সাইফুল্লাহ মানসুর, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. দেবনাথ তালুকদার রনি, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. সোহানা সেলিম, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. ফিরোজ হাসান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে ডা. বাপ্পারাজ দত্ত প্রার্থী হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. হিমেল সাহা, ডা. নিরুপম মন্ডল, ডা. কমলেশ সাহা, ডা. উপানন্দ রায়, ডা. মিথুন পাল, ডা. মেহেদী হাসান, ডা. ফয়সাল আহমেদ, ডা. প্রিতম স্বাক্ষর ও ডা. আওরঙ্গজেব প্রিন্স প্রার্থী হয়েছেন।
অপর প্যানেল ডা. কাজী হামিদ আসগর-ডা. মেহেদী নেওয়াজ পরিষদে সভাপতি পদে ডা. কাজী হামিদ আসগর, সহ-সভাপতি পদে ডা. গাজী মিজানুর রহমান, ডা. সামসুল আহসান মাসুম ও ডা. মোল্লা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ পদে ডা. কুতুব উদ্দিন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইউনুচ উজ জামান খান তারিম, দপ্তর সম্পাদক পদে ডা. এস এম তুষার আলম, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. উৎপল কুমার চন্দ, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. শহিদুল ইসলাম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. মুহিবুল হাসান লিংকন, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে ডা. পলাশ কুমার দে প্রার্থী হয়েছেন।
এছাড়া এই পরিষদে কার্যকরী সদস্য পদে ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. ডলি হালদার, ডা. প্রিতিশ তরফদার, ডা. পার্থ প্রতীম দেবনাথ, ডা. প্রকাশ দেবনাথ, ডা. চম্পক, ডা. কাজী আবু রাশেদ, ডা. রকিব, ডা. ফিরোজ ও ডা. মেহেদী হাসান সৈকত প্রতিদ্ব›িদ্বতা করছেন।
নির্বাচন নিয়ে বুধবার পৃথকভাবে দুই প্যানেলই সংবাদ সম্মেলন করেন। ডা. আসগর-ডা. মেহেদী পরিষদ দুপুর ১২টায় প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মেহেদী নেওয়াজ। বক্তব্যে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সরকারি-বেসরকারি বৈষম্য, চিকিৎসকদের অনিরাপদ কর্মস্থলের বিরুদ্ধে এই পরিষদ সব সময় সোচ্ছার থাকবে। তিনি আরও বলেন, কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় গঠনপূর্বক আস্ত:ক্যাডার বৈষম্য দূর করে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ পদে চিকিৎসকদের নিয়োগ প্রদান ও উচ্চতর গ্রেডের পদ সংখ্যা বৃদ্ধি করা এই পরিষদের অঙ্গীকার।
এদিকে খুুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলমের নেতৃত্বাধীন ডা বাহার-ডা তরুন পরিষদের প্রার্থীরা দুপুর সাড়ে ১২টায় নগরীর বিএমএ ভবনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. বাহারুল আলম বলেন, বিমএ নির্বাচন একটা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএম এ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। প্রতিদ্ব›দ্বী প্যানেল সংগঠনের ঐতিহ্য ভুলে যেভাবে রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তা একই সাথে হতাশা ও আশংকাজনক।
এ সময় তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিতকরণের আহবান জানান।
নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক ডা: খসরুল আলম মল্লিক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত