জন্মভূমি রিপোর্ট
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নির্বাচনকে ঘিরে চিকিৎকদের দু্ই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা: এসএম খালিদুজ্জামান একটি প্যানেল গঠন সভায় উপস্থিত থাকায় তাকে কারণ দর্শাবার নোটিশ দেয়া হয়েছে।
সূত্রমতে, যুগ্ম সম্পাদক পদের জন্য মনোয়ন প্রত্যাশী ডা: মো: নিয়াজ মুস্তাফি চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বরাবর এক আবেদনে উল্লেখ করেন, গত ১৬/৮/২২ তারিখ স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বচিপ) প্যানেল গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েও ডা: এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। আবেদনের মাধ্যমে তিনি নির্বাচন পরিচালনা কমিটি থেকে ডা: খালিদুজ্জামানকে অব্যহতি দেয়ার দাবী জানান। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাকে কারণ দর্শাবার নোটিশ প্রদান করেন। গতকাল ছিল জবাব দেয়ার শেষ দিন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত