বিজ্ঞপ্তি
রোববার বিকাল চারটায় নগরীর নিরালা নিজস্ব কার্যালয়ে খুলনা বিডব্লিউসিসিআই এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সভাপতি অ্যাড শামীমা সুলতানা শিলু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সহ সভাপতি আবু হেনা মোস্তফা জামান পপলু, একুশে টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, বিডব্লিউসিসিআই এর সেইফ প্রকল্পের অ্যাসিসন্টান্ট কো-অর্ডিনেটর বিকাশ চন্দ্র ঘটক, কালের কন্ঠর স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপ্পি, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, ব্রাক ব্যাংকের অফিসার রাজিয়া সুলতানা।
এছাড়া উপস্তিত ছিলেন মোসা: মনোয়ারা খাতুন শিউলি, রেহেনা মহিউদ্দিন, গুলশান আরা জুলি, চিশতি মানসুরা বানু, আকসা ইসাডোরা হিমো, কানিজ সুলতানা প্রমুখ।
খুলনা বিডব্লিউসিসিআই’র এ্যাডভোকেসি সভা
Leave a comment