যশোর অফিস : আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২০২৪ যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে শুক্রবার যশোরে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে প্রশিক্ষণ করবেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সহ-সভাপতি সাহারুল আলম আশা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিজিবি কারাতে দলের কোচ নূর হোসেন, বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সদস্য জিএম নাসির উদ্দীন,বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সদস্য আবু সুফিয়ান বাংলাদেশ, সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সদস্য, শরিফুল ইসলাম, প্রস্তুতি সভার সঞ্চালনা করেন
বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন ( কিউখাই) খুলনা বিভাগীয় সদস্য সচিব
ইমরান হাসান টুটুল।
প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় খুলনা বিভাগীয় সব খেলা কারাতে প্রশিক্ষণ সেমিনারে অংশগ্রহণ করতে পারবে।