যশোর অফিস : আইনশৃংখলায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের সাবেক এসআই ও বর্তমান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেহাবুর রহমান শেহাব।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওসি শেহাবুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো.রেজাউল হক। হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি।
ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান।
এসময় খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট, পিবিআইর পুলিশ সুপার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওসি মো শেহাবুর রহমান যশোরে বিভিন্ন থানায় সুনামের সাথে তার চাকরি করেছেন । তিনি সাতক্ষীরা জেলা শহরের বাসিন্দা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত