খুলনা বিভাগের ১০টি জেলাা বিভিন্ন সরকারি দপ্তরের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন আজ (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত হয়। খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই শোকেসিং এর উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।
এসময় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ এবং খুলনার জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্ভাবনী কার্যক্রম বিষয়ে খোঁজ খবর নেন।
আগামীকাল বিকালে সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভাগীয় ইনোভেশন শোকেসিং বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত