বিজ্ঞপ্তি : বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তর-এর পক্ষ থেকে “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে খুলনা বিভাগের ৫জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদির এবং নওয়াপাড়া সরকারি কলেজের প্রভাষক রোকসানা পারভীন। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এবং দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক/সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহঅবস্থান প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত