
জন্মভূমি রিপোর্ট খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ২২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়। তবে এসময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। চলতি বছর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৯ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৭৪ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৫ জন। সর্বোচ্চ আক্রান্ত যশোর জেলায় ৮৫ জন। আর সর্ব নিম্ন মেহেরপুর জেলায় ৩ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে।
সোমবার ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয় ৪ জন। এ সময়ে মোট রোগী ভর্তি আছেন ১৬ জন। চলতি বছর মোট রোগীর সংখ্যা ৮০ জন। ছাড়পত্র নিয়ে ফিরেছেন ৬৪ জন। খুলনা জেলায় ২৪ ঘন্টায় ভর্তি হয় ২ জন চলতি বছর মোট রোগী ১৪ জন, ছাতপত্র নিয়ে চলে গেছেন ২ জন, ভর্তি আছেন ২ জন। বাগেরহাট জেলায় চলতি বছল মোট রোগী সনাক্ত হয় ১৬ জন। গত ২৪ ঘন্টায় কোন নতুন রোগী ভর্তি হয়নি। সাতক্ষীরা জেলায় চলতি বছর মোট রোগী ২১ জন। যশোর জেলায় নতুন রোগী ভর্তি ৫ জন। চলতি বছর যশোরে মোট রোগীর সংখ্যা ৮৫ জন। ছাড়পত্র নিয়েছেন ৬৭ জন ভর্তি আছেন ১৮ জন। ঝিনাইদহ জেলায় মোট রোগী চলতি বছর ৮ জন। গত ২৪ ঘন্টায় মাগুরা জেলায় নতুন রোগী ভর্তি হয় ৬ জন। চলতি বছর মোট সনাক্ত ৩৫ জন। নড়াইল জেলায় নতুন ভর্তি ১ জন। চলতি সনে মোট সনাক্ত ৬১ জন। কুষ্টিয়ায় নতুন রোগী ভর্তি হয় ৪ জন। চলতি সনে রোগী সনাক্ত ২৬ জন। চলতি বছর চুয়াডাঙ্গায় কোন ডেঙ্গুরোগী সনাক্ত হয়নি। মেহেরপুরে চলতি বছর সনাক্ত রোগী মাত্র ৩ জন।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মনজুরুল মুর্শিদ বলেন, খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। মানুষ সচেতন না হলে আগামী মাসে এ সংখ্যা আরও বাড়তে পারে।