হারুন-অর-রশীদ : চলতি মাসে পবিত্র ঈদ-উল-আযহা। নিরাপদ মাংস উৎপাদনে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ ১ লাখ ১৯ হাজার ৭৫৮ জন খামারীর খামারে কোরবানির জন্য ১১ লাখ ৮২ হাজার ৯৯৮টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঈদ-উল-আযহার জন্য খুলনা বিভাগে চাহিদা রয়েছে ৮ লাখ ২৮ হাজার ৯৯৮টি। বেশী রয়েছে ৩ লাখ ৫৪ হাজার। যা ৩৫ শতাংশ বেশী। গত বছর এই বিভাগে পশু জবাই হয়েছে ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি। গত বছরের চেয়ে এ বছর ৯৮ হাজার ২১১ টি কম। অনলাইনের মাধ্যমেও চলবে পশু বেচাকেনা।
সূত্র জানিয়েছেন, কোরবানি যোগ্য পশুর মধ্যে রয়েছে ষাঁড়, বদল, গাভী, মহিষ, ছাগল ও ভেড়া। খুলনা জেলায় ২২৫৯৮ জন খামারীর
কোরবানি যোগ্য পশু রয়েছে ৯২৩৭৫ টি। চাহিদা রয়েছে ৮৯৮৬৭ টি। বাগেরহাট জেলায় ১৭০০১ জন খামারীর
কোরবানি যোগ্য পশু রয়েছে ১০২৩১২ টি। চাহিদা রয়েছে ৯৯৪৩০ টি। সাতক্ষীরা জেলায় ২২৭৪২ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ১১৪৯৯৮ টি। চাহিদা রয়েছে ৭৫২৮৯ টি। যশোর জেলায় ২২২৬৯ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ৮০০৯৬ টি। চাহিদা রয়েছে ৭২৬৫৬ টি। ঝিনেদা জেলায় ৭৩২২২ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ২০৪৯২৮ টি। চাহিদা রয়েছে ১৪৩৫৬৭ টি। মাগুরা জেলায় ১০১৪২ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ২৬৮৪৭ টি। চাহিদা রয়েছে ২৪০৫৮ টি। নড়াইল জেলায় ১২৯৫৮ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ৫৮৯০ টি। চাহিদা রয়েছে ৩২১১৫ টি। কুষ্টিয়া জেলায় ৭৫৬৮৩ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ১৭৭৭৭৮ টি। চাহিদা রয়েছে ৯৮২১২ টি। চুয়াডাঙ্গা জেলায় ৪৪৩১৭ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ১৩৮২৫৪ টি। চাহিদা রয়েছে ১০৩৬৯২ টি এবং মেহেরপুর জেলায় ৪২৭২৫ জন খামারীর কোরবানি যোগ্য পশু রয়েছে ১৯০৫২০ টি। চাহিদা রয়েছে ৯০১১২ টি।
খামারীরা জানিয়েছে, কোরবানী যোগ্য পশুকে সুষম খাবার খাওয়ানো হচ্ছে। তবে পশু খাবারে দাম বেশী। এ বছর একাধিক বার দাম বেড়েছে। আবার কেই কেই বলছেন সামনে জাতাীয় সংসদ নির্বাচন। এ কারণে নেতারা বেশী করে কোরবানি দিবেন।
রূপসার শিরগাতী গ্রামের খামারী এম এম মিজানুর রহমান বলেন, এবছর ৪বার পশু খাদ্যের দাম বেড়েছে। ফলে এর প্রভাব পড়বে পশুর ওপর।
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (চ. দা.) ডা. মো. লুৎফর রহমান বলেন,খামারে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। উৎপাদন বেশী এবং তবে চাহিদা কম। খামারে বড় বড় পশু রয়েছে। প্রতিটি হাট-বাজারে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এই বিভাগে পশু সংকট নেই। চাহিদার তুলনায় বেশী রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত