জন্মভূমি রিপোর্ট : খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় ১৫২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এসয়ে মৃত্যু হয়েছে ১ জনের। নিহতের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামে। তার নাম নজির সরদার (৬০) বলে খুমেক সূত্রে জানা গেছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত হলেন ৩ হাজার ৬৭৭ জন আর মৃত্যু হয়েছে মোট ৮ জনের। মৃতদের মধ্যে রয়েছেন, যশোর ৩ জন, কুষ্টিয়া ১ জন খুলনায় ৩ জন ও সাতক্ষীরায় ১ জন।
খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। মোট আক্রান্তের দিক থেকে খুলনা জেলা রয়েছে শীর্ষে। তার পরেই রয়েছে মাগুরার অবস্থান। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এসময়ে মৃত্যু হয় ১ জনের। খুলনা জেলায় শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। এনিয়ে খুলনায় মোট শনাক্ত হলো ৭১৮ জনের দেহে। আর মাগুরা জেলায় গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৩২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৬৫১ জনের। এ ছাড়া বাগেরহাট ৯ জনসহ মোট ২৮৩ জন, সাতক্ষীরায় ১৬ জনসহ ২৪০ জন, ঝিনাইদহ ১৪ জন ২৫৭ জন, নড়াইল ১৯ জনসহ ৩৯১ জন, কুষ্টিয়া ১৩ জনসহ ৩১৭ জন, চুয়াডাঙ্গা ২ জনসহ ৫৫ জন, মেহেরপুর ৫ জনসহ ১৩৫ জন শনাক্ত হয়েছে।