খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রশাসন শাখা প্রধানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অর্থ ও হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার মো. রহমত আলীর আনীত অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৫ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটের ২৩০তম সভায় উপস্থাপিত হলে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। এরপর গত ১৭ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শেখ মুজিবুর রহমান ৩ মার্চ (সোমবার) নোটিশের জবাব দাখিল করলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক প্রমাণিত হয়নি। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য নতুন তদন্ত কমিটি গঠন করা হবে।
বরখাস্তকালীন সময়ে তাকে প্রতি কার্যদিবসে কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত