খুবি প্রতিনিধি : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকী এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মো. মাহফুজুর রহমান।
সংগঠনটির আহ্বায়ক একরামুল হক বলেন, আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এক নতুন যাত্রার সূচনা করলাম। তরুণ লেখকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। সাহিত্য শুধুমাত্র কাগজে-কলমে আবদ্ধ নয়, এটি আমাদের সংস্কৃতি, ভাবনা এবং সৃজনশীলতার প্রতিচ্ছব। বাংলাদেশ তরুণ লেখক ফোরাম সবসময়ই তরুণদের সৃজনশীলতাকে সামনে আনার জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারা তাদের মনের গহীনে লুকিয়ে থাকা সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটাবে।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আলকামা রমিন, সানজিদা আক্তার ও জেসমিন আক্তার রিক্তা উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন থেকে আগত তরুণ লেখকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত