
বিজ্ঞপ্তি : আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে সিপিবি খুলনা মহানগর কমিটি’র এক সভা গত শুক্রবার বিকেল ৫টায় পার্টির কার্যালয়ে খুলনা মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎএর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটি’র সভাপতি কমরেড এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সিপিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মাহফুজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড পলাশ দাশ, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড জাহানারা আক্তারী, কমরেড রেখা কুণ্ডু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে এবং সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা ও মায়ানমারের আরাকান রাজ্যে করিডোর দেওয়ার উদ্যোগ বন্ধ করার দাবি করেন। সভায় আগামী ১৪ নভেম্বর ’২৫ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

