
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শিমুল কুমার সাহা। গতকাল রবিবার সকালে তিনি প্রতিষ্ঠানে আসলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে এম মনির”ল ইসলাম তকে ফূল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে তিনি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও ২০২৩-২৪ অর্থবছরের এপিএ’এর বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসুচিরতে অংশগ্রহন করেন।
বিকাল ৩টায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর কনফারেন্স কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম মনির”ল ইসলামের সভাপতিত্বে মতবিনিম সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শিমুল কুমার সাহা। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী গ্রোগ্রামার হোসাইন মোহাম্মাদ মামুন। প্রধান হিসাব রক্ষক শাহিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিম সভায় আলোচনা করেন চীপ ইন্সটেক্টর র”স্তম আলী, সাহিদা ইয়াসমিন, আঞ্জুমানারা বেগম, জয়দ্রত ইজারাদার, জেলারেল শিক্ষক নিখিল চন্দ্র সরকার, মো. বাবুল হোসেন, তৌহিদুর রহমান, নিশিত কুমার রায়। এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিল। সিনিয়র সহকারী সচিব শিমুল সাহা প্রতিষ্ঠানের হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, বিদেশাগমী মহিলাদের হাউজকিপিং প্রশিক্ষণ পর্যবেক্ষণসহ বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে তাদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।