
জন্মভূমি রিপোর্ট : খুলনা মেডিকেল কলেজের এস. এস সুলতান অডিটোরিয়ামে মঙ্গলবার কলেজ শাখা ছাত্রলীগের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ আশানুর ইসলাম। সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল ইসলাম রবিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি তুহিন রেজা, ডাঃ সৌরভ ঘোষ, আজহার উদ্দীন রাসেল, মহানগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা সভাপতি পারভেজ হাওলাদার, আসাদুজ্জামান রাসেল, ইমরান হোসেনসহ খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সভায় বক্তারা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে খুলনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ আগামী দিনগুলোতেও অতীতের ন্যায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

