ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ পণ্য পরিবহন পথ আরও সুগম করতে খুলনা মোংলা রেলপথে পরীক্ষামুলক ট্রেন চালু করা হয়েছে। আগামী ১ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ভার্চুয়ালি এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকেল ৪ টায় ৬৫০৭ লোকো ফুলতলা রেলস্টেশন থেকে পরীক্ষামুলকভাবে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মোংলা রেললাইন প্রকল্প পরিচালক মোঃ আরিফুজ্জামান। খুলনা মোংলা রেলপথ চালুর মধ্য দিয়ে মোংলা বন্দরে নৌ, সড়ক ও রেলপথের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি পণ্য পরিবহনে খরচ কম ও সহজতর হবে। অপরদিকে, রেল কর্তৃপক্ষ আরও জানান, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। তবে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য আরও দেড় মাস অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ খুলনা মোংলা রেলপথের কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় আর্ন্তজাতিক ঠিকাদারী প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল ও লার্সেন এন্ড টুবরো।