জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগর ও জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলের যুবসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সবমিলিয়ে জেলা যুবলীগে নতুন এক চমকের অপেক্ষা করছেন তৃণমূলের কর্মীরা। মহানগর নেতৃত্ব বিষয়টি অনেকটাই নিশ্চিত। তবে জেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের তালিকা দীর্ঘ। যুবলীগের সাবেক নেতারা ছাড়াও এ পদ দুটিতে উঠে এসেছে ছাত্রলীগের একাধিক সাবেক নেতাদের নাম।
মহানগর কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকলেও জেলায় রয়েছেন ১৭ জন। নগর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান আহবায়ক সফিকুর রহমান পলাশ ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। ফলে আসন্ন সম্মেলনে নগর নেতৃত্ব অনেকটা নিশ্চিত হলেও জেলায় থাকছে চমক।
জেলায় সভাপতি পদে ছয় জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন জীবনবৃত্তান্ত জমা দেন। সভাপতি পদ প্রত্যাশীরা হলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, যুবনেতা সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী ও জসিম উদ্দিন বাবু।
সাধারণ সম্পাদক প্রত্যাশী ১১জনের মধ্যে রয়েছেন যুবনেতা এবিএম কামরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, সাবেক ছাত্রনেতা দেব দুলাল বাড়ই বাপ্পী, তসলিম হুসাইন তাজ, সাবেক ছাত্রনেতা মো: মুশফিকুর রহমান সাগর, মো: আবু সাঈদ খান, বর্তমান যুবনেতা জলিল তালুকদার, মো: কামরুজ্জামান মোল্লা, হারুন আর রশিদ, আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ জেলা সভাপতি মো: পারভেজ হাওলাদার।
সমাবেশের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। প্রধান বক্তা থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। বিশেষ বক্তা থাকবেন যুবলীগে কেন্দ্রীয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এড: ড. শামীম আল সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের সভাপতি মো: কামরুজ্জামান জামাল। সঞ্চালনায় থাকবেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাবু বলেন, সম্মেলনের মধ্যদিয়েই খুলনা পেতে যাচ্ছে নতুন কমিটি। এ কমিটির প্রধান কাজই হবে আগামী সংসদ নির্বাচনকে মোকাবিলা করা। সম্মেলনে লক্ষাধিক যুবদের সমাগম হবে বলে আশা করি।
জেলা যুবলীগের সভাপতি মো: কামরুজ্জামান জামাল বলেন, আমরা দুর্দিনে দায়িত্ব নিয়েছিলাম। বিএনপির-জামায়াতের দমন নিপিড়ন, ওয়ান ইলেভেন ও করোনার জন্য ঠিক সময় মতো কমিটি দিতে পারি নি। তবে নতুন কমিটির প্রতি শুভ কামনা।