বিজ্ঞপ্তি : গত শনিবার রাজধানীতে রাজনৈতিক দল জামায়েত-বিএনপির কর্মসূচি চলাকালে সহিসংতার তথ্য ও ছবি সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা রিপোটার্স ইউনিটি (কেআরইউ)। পাশাপাশি সংঘর্ষ চলাকালে পুলিশের টিআরসেলে আহত হয়ে বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য রফিক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেআরইউএর আহবায়ক গৌরাঙ্গ নন্দী, সদস্য সচিব মোস্তফা জামাল পপলুসহ সংগঠনের সদস্যরা।
কেআরইউ’র পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শস্তির দাবি ও পেশাদার সাংবাদিকদের কাজে সহযোগিতার জন্য সকল রাজনৈতিকদল ও সংগঠনের প্রতি আহবান জানিয়েছে জানিয়েছে খুলনা রিপোটার্স ইউনিটি (কেআরইউ)।