খুলনার শীর্ষ সন্ত্রাসী মো. শামীম ওরফে টুন্ডা শামীমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার দিকে খুলনা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা বিভাগ ও সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ টিম।
কেএমপি’র মিডিয়া থেকে জানানো হয়, শনিবার রাতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে ঢাকা যাওয়ার সময় কেএমপি গোয়েন্দা বিভাগ এবং সোনাডাঙ্গা থানা পুলিশের যৌথ টিম রেলওয়ে স্টেশন এলাকা থেকে টুন্ডা শামীমকে সহযোগী সহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত খুন, ডাকাতি, অস্ত্রসহ ৬টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত