বিজ্ঞপ্তি
খুলনা লেখিকা সংঘ ও খুলনা মহিলা সমিতির যৌথ উদ্যোগে মহিয়ষি চার নারীর মরনোত্তর স্বরনসভা অনুষ্ঠিত হয়। নগরীর সিটি ল কলেজের মিলনায়তনে বিকাল চারটায় অনুষ্ঠিত এ সভায় সভাপত্বি করেন লেখিকা সংঘের সহ সভাপতি জাহানারা আলী জানু। লেখিকা সংঘের সাধারণ সম্পাদক শামীমা সুলতানা শিলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ড. মুহাম্মাদ আহসান উল্লাহ। এ সময় বক্তব্য রাখেন,এড পপি ব্যানার্জি, সুতপা বেদজ্ঞ, পারভীন আক্তার,মনোয়ারা বেগম, নাছরিন হায়দার, নুরুন্নাহার হীরা, সুরাইয়া আক্তার রোজী, আইনুল্লাহ পারভেজ, হেফজুর রহমান প্রমুখ। ভাষা সৈনিক রোকেয়া মাহবুবের ভাই অধ্যক্ষ মুজিবর রহমান, মাজেদা হকের কন্যা অধ্যাপক রুমানা হক, নূরজাহান বেগম শেলীর পুত্র সৈয়দ আরিফ হোসেন ।
উল্লেখ্য মহিয়ষি চার নারী হলেন, ভাষা সৈনিক রোকেয়া মাহবুব, অধ্যক্ষ মমতাজ রেজা ও মাজেদা হক, নূরজাহান বেগম শেলী ।