বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত ‘দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রিন্ট কপি ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ‘জুয়ার নগরী খুলনা’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় প্রকাশ্যে পত্রিকা ছিনতাইয়ের ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ বলে মনে করেন। এ ধরনের পত্রিকা ছিনতাইয়ের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনা মহানগরীতে কোথায় কখন বা কারা জুয়া পরিচালনা করছেন। কাদের ছত্রছায়ায় এ ধরনের অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়ে হচ্ছে তা কারো অজানা নয়। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে খুলনার সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে খুলনা মহানগরীর জুয়ার আসর বন্ধসহ এর সাথে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার অসাধু কর্মকর্তাসহ অসাধু রাজনীতিকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।