বিজ্ঞপ্তি : আগামী ২৮ ডিসেম্বর খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গতকাল কেইউজের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল ১১টায় কেইউজের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসুচি গ্রহন করা হয়। কর্মসুচির মধ্যে মুক্তিযুদ্ধে শাহাদত বরনকারী সকল শহীদদের প্রতি গল্লামারী বদ্ধভুমিতে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের গল্প শোনা, জাতির পিতার জীবনভিত্তিক চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং আগামী ২৮ ডিসেম্বর সাধারণ সভায় দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভা থেকে ২০২৩ সালে যে সকল সদস্যদের চাঁদা এবং কল্যাণ তহবিলের চাঁদা বকেয়া রয়েছে তাদেরকে পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। সভার শুরুতে আলহাজ লিয়াকত আলীর স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ২৮ ডিসেম্বর
Leave a comment