তালা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রোকেয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি তালা উপজেলার শিরাশুনি গ্রামের মৃত আকছেদ আলী শেখের স্ত্রী। বুধবার (১৪ জুন) সকাল ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালার শিরাশুনি গ্রামের রোকেয়া বেগম (৬২) ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে তার মেয়ের বাড়ি থেকে ভ্যান যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল সেঞ্চুরি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এ ঘটনায় মহিলা বাসের চাকায় পিষ্ট হয়ে বাম পা হাটু থেকে আলাদা হয়ে যায় ও মাথা আঘাত লেগে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন জানায়, নিহত মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত