
তালা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ব্যস্ততম সড়কে যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে ইট-বালির রমরমা ব্যবসা চলছে। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের নীরবতায় জনমনের ক্ষোভের সঞ্চার হয়েছে।
সরজমিন দেখা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন পাকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়েকর রস্তার উপর দুই পাশে বালির ব্যবসা পেতে বসেছেন একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। তারা মহাসড়কের উপর বালি-ইটের খোয়া ব্যবসা করার কারণে এগুলো লোড-আনলোড করতে গিয়ে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত সড়কে ঘটছে দুর্ঘটনা।
সাধারণ মানুষের দাবি, একশ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ কিংবা থানা পুলিশের এই অবৈধভাবে ইট-বালুর ব্যবসা কি তাদের চোখে পড়ে না?
খর্নিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম বলেন, রাস্তায় অবৈধভাবে বালু ও ইটের ব্যবসায়ীদেরকে অনেকবার বলা হয়েছে রাস্তা থেকে ইট-বালু সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তারা আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না।
তিনি আরও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ব্যবস্থা নিলে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যাবে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড, কুমিরা বাজার, মির্জাপুর বাজারসহ বিভিন্ন জায়গায় সড়ক ও জনপদের জায়গা কাঠের গুড়ি ইট বালি রেখে অসাধু ব্যবসায়ী ব্যবহার করছে।
তিনি আরো বলেন, জেলা আইন-শৃঙ্খলা মিটিং এ বিষয়ে আমি কথা বলছি উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনকে জানালে বিষয়টা ভালো হয় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
তালা উপজেলা নবাগত নির্বাহী অফিসার দীপা রানী সরকার জানান, তিনি সদ্য অত্র উপজেলাতে যোগদান করেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।