
বিজ্ঞপ্তি : খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর এম এ বারী সড়কস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে আলোচনা, স্ব-রচিত কবিতা পাঠ, গুণিজন সংবর্ধনা, ‘খুসাস দর্পণ’-এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স.ম. হাফিজুল ইসলাম। খুসাস সভাপতি শেখ আছাদুজ্জামান মিথুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জিনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বরেণ্য রাজনীতিবিদ অ্যাড. মোঃ সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহ্ নেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক চৌধুরী মিনহাজ উজ জামান সজল, খুসাস-এর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক শেখ মনির-উজ-জামান লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মেহেদী ইনছার।