
বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের তত্ববাধানে পরিচালিত আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু কাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের এক ফেস-আউট সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় জলবায়ু অভিবাসী, শহরের অতি দরিদ্র জনগোষ্ঠী এবং ইউরোপ ফেরতদের সরকারি সামাজিক সেবাসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং বাস্তবায়নকৃত বিষয়সমূহসহ প্রকল্পের সার্বিক অবস্থা ও প্রকল্প পরবর্তী সময়ে তথ্য নিবন্ধন বুথ ও মাসিক সভা পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় সমন্বিত অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়, যাতে করে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সরকারের এসডিজির ল্য অর্জনে অবদান রাখতে পারে।
কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা অধিদপ্তরের খুলনার বিভাগীয় পরিচালক মো: আব্দুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন একং কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর উপপরিচালক প্রবীর দত্ত। অন্যান্যের মধ্যে শহর সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন, রাকিবুল ইসলাম তরফদার, সায়েদুজ্জামান ও মানব মন্ডল, জিআইজেড-এর রিজিওনাল এডভাইজার আতিয়ার রহমান। সঞ্চালনা করেন ইসলভ ইন্টারন্যামনাল লিমিটেডের সিটি কোঅর্ডিনেটর মোঃ মঞ্জুরুল হুদা।
উল্লেখ্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং জিআইজেড-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি খুলনাসহ রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও সাতীরা শহরের ৪৬ টি বস্তিতে জলবায়ু অভিবাসীদের জীবন যাত্রার মনোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। জলবায়ু অভিবাসী অতি দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সামাজিক সেবাসমূহে প্রবেশাধিকার বৃদ্ধি ও তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।