স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কলেজের রি-ইউনিয়ন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। রি-ইউনিয়নে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রি-ইউনিয়ন উদযাপন কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মো: জাহাঙ্গীর আলম বলেন, খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠা থেকে আজ ২০২৩ পর্যন্ত দীর্ঘ ৫৮ বছর কলেজের প্রতিষ্ঠা। খুলনায় প্রতিষ্ঠিত প্রায় অধিকাংশ রাজনৈতিক ব্যাক্তিত্ব বা অধিকাংশ জনপ্রতিনিধি এই কলেজের ই প্রাক্তন ছাত্র হিসাবে কলেজকে গর্বিত করেছেন। বর্তমানে বোর্ড পরীক্ষা ছাড়িয়ে বাংলাদেশের সকল সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেরাদের সেরা অবস্থানে আমাদেরই অনুজদের প্রতিষ্ঠা বর্তমান। আজ সিটি কলেজ মানেই সকল সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সচিব, উপ-সচিব, শিক্ষক, সাংবাদিক, কৃতি খেলোয়াড়, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দীর্ঘ ৫৮ বছর প্রতিষ্ঠা হলেও আজ পর্যন্ত আমাদের কোন রি-ইউনিয়ন অথবা পুনর্মিলনী হয়নি বা করতে পারিনি। এবারই প্রথম আমাদের এই উদ্যোগ সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় সফলতার দিকে এগিয়ে চলছে।।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, রি-ইউনিয়নের প্রেক্ষাপট উল্লেখ করে বলতে হয় দেশে-বিদেশে অবস্থানরত শত-শত প্রাক্তন শিক্ষার্থী ইতিমধ্যেই সাড়া দিয়েছেন। গত জুলাই মাসের প্রথম থেকে প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় কলেজ প্রাঙ্গণে শ্রদ্ধেয় অগ্রজ অনুজদের দৃষ্টিনন্দন এ সভায় প্রস্তুতির অগ্রগতি জানানো হয়। যা খুলনাবাসীর কাছে উদাহরণ হয়ে থাকবে। আমাদের ধারাবাহিকতায় একটু পরিবর্তন আনতে হয়েছে। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের অনুরোধে নিবন্ধনের সময়সীমা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। লক্ষী পূজা এবং বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের কারণে মূল অনুষ্ঠান ২৮ অক্টোবরের পরিবর্তে ৪ নভেম্বর করা হয়েছে। রি-ইউনিয়নের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশি শিল্পী ছাড়াও ভারত থেকে খ্যাতিমান শিল্পীদের আনার চেষ্টা চলছে। একাধিক লিজেন্ড শিল্পীদের আগমনের বার্তায় সবাই আনন্দিত।
এ অনুষ্ঠানের সুযোগ নিয়ে অনেকেই চাঁদাবাজি এবং বিজ্ঞাপন সংগ্রহে নামতে পারে। এর পেছনে অসৎ উদ্দেশ্য কাজ করতে পারে। এই ব্যাপারে অবশ্যই আহবায়ক-সদস্য সচিবের অনুমতি ব্যাতিরেকে যে কেউ গেলে তাকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং আমাদের ফোন নম্বর যথাক্রমে ০১৭১১-২৭-৫১-৩১ এবং ০১৭১১-৩৮৮৭৪৮ এ অবগত করার বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথম এই রি-ইউনিয়ন অনুষ্ঠান সার্থক করতে আমরা দলমত নির্বিশেষে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করি। আমরা যারাই এই প্রতিষ্ঠানে অধ্যায়ন করেছি, এটি আমাদের সকলের কলেজ। সেই কলেজের প্রথম রি-ইউনিয়ন আমরা ১৯৬৫ থেকে ২০২৩ পর্যন্ত সকল অগ্রজ-অনুজ শিক্ষার্থী ভাইবোন এবং প্রাক্তন-বর্তমান সকল শ্রদ্ধেয় শিক্ষকদের উপস্থিতি শতভাগ আন্তরিকভাবে প্রত্যাশা করি। এ ব্যাপারে ব্যাপক এবং সঠিক প্রচার-প্রচারণায় আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মো: মোরশেদ উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিশ্বাস জাফর আহমেদ, নুরুজ্জামান খান বাচ্চু, আমিন রেজা, অবরপ্রাপ্ত শিক্ষিকা লীানা আখতার, খুলনা দুদকের পিপি এড. সেলিম আল আজাদ, এড, সৌমেন্দ্র নাথ সাহা, সিটি কলেজের সাবেক জিএস মির্জা আহম্মদ, মো: মাহমুদ আরেফিন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, রকিব উদ্দীন ফরাজী, সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ, সাবেক জিএস রবিউল ইসলাম রবি, সাবেক ভিপি মো: ফয়েজুল ইসলাম টিটো, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম বাবু, কামরুজ্জামান খোকন, পিপি এড. মো: আলামিন উকিল, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান রিয়াজ, মিডিয়া কমিটির আহবায়ক মো: হুমায়ুন কবীর, সদস্য সচিব মোরশেদ নেওয়াজ শিপলু, সদস্য শাহজালাল মোল্লা মিলন, মো: আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষক শাহ মো: জিয়াউর রহমান স্বাধীন, রোকেয়া রহমান, মো: নাসির উদ্দিন, সৈয়দ মেজবাউল হাসান শুভ, মো: মোক্তার হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক সহিদুল ইসলাম মিঠু, সরদার রবিউল ইসলাম, মাহমুদ আরেফিন মনি, আফসানা ইউকি, শিরিনা আক্তার আইরন, সাদিয়া আক্তার ডালিয়া, রাজিয়া বানু রিনা, এ এস এম নূর আলম ময়না ও শ্যামল দত্ত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত