জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগীর হেরাজ মার্কেটে ১ মোবাইল চোর হাতেনাতে ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে এক ঔষধ কোম্পানীর সেলস প্রমোশন অফিসারের মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ওই যুবক । আটক যুবক হলেন- খুলনার মুসলমান পাড়া এলাকার কাশেম মীরের পুত্র তুফান মীর। আটকের পর তাকে খুলনা সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এর আগে তাদের উত্তম-মধ্যম দেন জনতা। পুলিশ জানায় খুলনা মহানগরের বিভিন্ন ব্যস্ততম স্থানে এভাবে দীর্ঘদিন থেকে বিভিন্নজনকে বিশেষ করে কিশোরদের টার্গেট করে মোবাইল চুরি করে আসছেন আটককৃত ব্যক্তি । মঙ্গলবার দুপুরে এস এমসি এন্টার প্রাইজের লিমিটেডের কর্মকর্তা (এস এস পিও) সিনিয়র সেলস প্রমোশন অফিসার মোঃ মাসুম ইমতিয়াজ এবং তার কলিগ কারিব হুসাইন এর প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন চুরি করতে গেলে মার্কেটের এক ব্যবসায়ীর নজরে আসে পরে তাকে ধরে ফেলেন। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত