সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়
জন্মভূমি রিপোর্ট : খুলনা-১ আসন দাকোপ-বটিয়াঘাটা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়। তিনি সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচিত হন। উপ-নির্বাচনে পঞ্চানন বিশ্বাসজয়লাভ করেন। ২০১৩ সালে পঞ্চানন বিশ্বাস পরাজয় বরণ করেন। দল থেকে তাকে বহিস্কার করা হয়। তিনি সব সময় দলের বিরোধিতা করে আসছে। ২০১৯ সালে আওয়ামী লীগের জেলা কাউন্সিলে তিনি সদস্য মনোনীত হয়েও দল বিরোধী কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
সম্মেলনে তিনি বলেন, পঞ্চানন বিশ্বাস বাববার এমপি হয়েও দাকোপ-বটিয়াঘাটায় উন্নয়ন বঞ্চিত। তার এলাকায় দৃশ্যমান কোন উন্নয়ন নেই। এলাকার মানুষ এখন পরিবর্তণ চায়। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগ নেতা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০০৫ সাল থেকে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ২০১৯ সালে খুলনা জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সদস্য পদ লাভ করেন। এর আগে তিনি হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ছিলেন। খুলনা ও ঝিনেদা জেলার সনাতন ধর্মাবলম্বীতেদর অর্থ-সামাজিক ও ধর্মীয় চেতনা উন্নয়নে কাজ করে চলছেন। তিনি একজন গুনি সাংবাদিক ছিলেন। এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ময়না ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী ও মনোতোষ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।