
জন্মভূমি রিপোর্ট : খুলনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনাকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণশক্তি। ব্যবসায়ীরা ন্যায়নিষ্ঠ ও ইমানদার হলে সাধারণ মানুষ উপকৃত হয়, আর চাঁদাবাজি ও হয়রানির শিকার হলে এর বোঝা গিয়ে পড়ে সাধারণ ক্রেতাদের ওপর।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার লঞ্চঘাট পর্যন্ত নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরেও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। এর ফলে বাজারে পণ্যের দাম বাড়ছে এবং সাধারণ মানুষ বাড়তি দামের যাতাকলে পিষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে খুলনা মহানগরীতে কোনো ধরনের সমাজবিরোধী গোষ্ঠী, চাঁদাবাজ বা সন্ত্রাসী অপতৎপরতা চালাতে পারবে না। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সারসহ মহানগর, থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত