
ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার ঘোষিত এই ইশতেহারে তিনটি উপজেলাভিত্তিক মোট ৭৪টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত এই জনপদকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ এলাকায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও শিল্পায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ, অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতুর কাজ সম্পন্ন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং রূপসায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন। এছাড়া রূপসা ফেরিঘাট টোলমুক্ত ও আধুনিক পরিবহন স্ট্যান্ড নির্মাণের ঘোষণাও দেওয়া হয়।
স্বাস্থ্য খাতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ হাসপাতাল, রূপসায় ১০০ শয্যার হাসপাতাল এবং তেরখাদায় ১৫০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা খাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরি ও বয়স্ক শিক্ষা কেন্দ্র চালুর কথা বলা হয়।
কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র, কোল্ড স্টোরেজ ও ক্ষুদ্র শিল্প স্থাপনের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।
ইশতেহার ঘোষণাকালে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত