জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়ায়) ছিল টান টান উত্তেজনা। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শীতের মধ্যে সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার আসতে শুরু করেন। তবে তুলনা মুলকভাবে ভোটার উপস্থিতি কম ছিল। কেন্দ্রের মধ্যে নিরবতা থাকলেও বাইরে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মধ্য। সরকারি রাজাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মধ্যে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখা গেলেও বাইরে মাঠের মধ্যে অনেক নারী ভোটারের উপস্থিত দেখা গেছে।
তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নে নির্বাচন শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের কোপে কেটলী প্রতীকের এক সমর্থক মারাত্মক আহত হয়েছে।
দিঘলিয়ার কয়েকটি কেন্দ্রে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।