জন্মভূমি রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ কাজ করে চলেছেন। শিক্ষিত তারণ্যের প্রতীক নেওয়াজ মোর্শেদ মানুষের কাছে এখন বেশ জনপ্রিয়। গণসংযোগ এবং পথসভায় ব্যাস্ত সময় পার করছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এই আইনজীবী। উন্নয়ন বঞ্চিত কয়রা-পাইকগাছার মানুষের জন্য তিনি কাজ করতে চান। তিনি বলেন, মনোনয়ন পেলে দ্রুত মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। মানুষ তাকে ভরসা স্থল বলে মনে করে।