পাইকগাছা অফিস : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান সহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ও জাপা সহ ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। রবিবার সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফীন এর সম্মেলনে কক্ষে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই- বাছাই শেষে সংশ্লিষ্টরা সরকার দলীয় প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করে অপর ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেন। বৈধ মনোনয়ন প্রাপ্তরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
মো. রশীদুজ্জামান, বিএনএম মনোনীত ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ, এনপিপি মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজম ও তৃণমূল বিএনপি'র গাজী নাদীর উদ্দীন। অবৈধ হলো জাপা মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, গাজী মোস্তফা কামাল, এসএম রাজু ও অহিদুজ্জামান মোড়ল। এদিকে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কর্মীসমর্থকরা আনান্দ মিছিল করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত