
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসক এহতেসাম রেজা এর আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা পুলিশ সুপার এ এইস এম আব্দুর রকিব।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এহতেসাম বলেন, নির্বাচন পরবর্তী কোন সহিংসতা ও অপীতিকার ঘটনা কোন অবস্থাতে বরদাস করা যাবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আপনাদের সকলকে দল মতের উদ্ধে থেকে নিজেদেরকে একে অপরের প্রতিবেশী হিসেবে বসবাসযোগ্য পরিবেশে অবস্থান করতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে সুস্পষ্ট বলেন, আপনাদের মধ্যে কেউ বিশৃঙ্খলা পড়লে তাকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। অবশ্যই আইনের হাতে তাকে কঠোর হস্তে দমন করা হবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন, আইন তার নিজস্ব গঠিত চলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি আপনারা না হন তাহলে সরকারের নির্দেশনায় আপনাদের উপর যে নির্দেশনা আসবে সে নির্দেশনায় বাস্তবায়ন করতে আমরা বাধ্য হব। হানাহানি পরিহার করে নিজেদের মধ্যে বসবাস করতে হবে।
উক্ত আইন-শৃঙ্খলা সভাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইরশাদ জাহান পুনম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।