কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া খোকসা থানা পোড়ানো মামলায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আমিরুল ইসলাম ব্যারিষ্টার (৫৪), পিতা- মৃত শের আলী, সাং-খোকসা থানাপাড়া, পদবীঃ- খোকসা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ সামসুজ্জামান @ দীন মেলেটারী (৬০), পিতা-মৃত মোজাহার আলী বিশ্বাস, সাং-মোড়াগাছা, পদবীঃ-খোকসা উপজেলা কৃষক লীগের সেক্রেটারী, মোঃ মাহাতাব উদ্দিন (বর্তমান জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার) (৫২), পিতা- মৃত তেজারত আলী, সাং-উত্তর শ্যামপুর, পদবীঃ-জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, আব্দুল খালেক (৫০), পিতা-মৃত মোজাহার আলী, সাং-হেলালপুর, পদবীঃ-খোকসা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী, মোঃ মোজাহিদুল ইসলাম বাবলু @ তেল বাবলু (৫৪), পিতা- মৃত কালাম সরোয়ার, সাং-খোকসা থানাপাড়া, পদবীঃ- খোকসা উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক, কাউছার প্রামানিক (৪০), পিতা- নবির উদ্দিন প্রামানিক, সাং- গোসাইডাঙ্গী, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, রবিউল ইসলাম (৬০), পিতা- মৃত কাজেম আলী, সাং- ধোকরাকোল, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, অলিউজ্জামান রহমান পিয়ার (৩৮), পিতা- মৃত আনিসুজ্জামান, সাং-গোসাইডাঙ্গী, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, সর্বথানা-খোকসা, জেলা-কুষ্টিয়া।
গত ৫ আগস্ট খোকসা থানা অগ্নি সংযোগ মামলা নং- (৩/১০৮ তারিখ ১৯/০৮/২০২৪ ইং) ১৯৭৪ সালের বিশেষ আইনে মামলায় গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম।
থানা অফিসার ইনচার্জ আরো বলেন, গত ৯-১০ নভেম্বর খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করে থানা পুলিশের সহযোগিতায় উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।
রবিবার সকালে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের ৮ নেতাকর্মী কে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।