হুমায়ুন কবির, খোকসা : বৃহস্পতিবার রাত দেড়টার সময় বিদ্যুতের শর্ট-সার্কিটে আগুনে পুড়ে গেছে ব্যবসায় তিনটে দোকান। ঘটনা কি ঘটেছে কুষ্টিয়ার জানিপুর ইউনিয়নের একতারপুর হাটে। রাত দুটার সময় ফায়ার সার্ভিস এর গাড়ি যেয়ে আগুন নিভানোর পর নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে দাবি করলেন স্থানের ব্যবসায়ীরা।
আগুনে ভষ্মিভূত হয়ে যাওয়া ব্যবসায়ীরা হলেন, মুদি দোকানদার নাজমুল হোসেন, ঔষধের দোকানদার অবনী মহন বিশ্বাস ও সেলুনের দোকানদার স্বরজিত বিশ্বাস।
ফায়ার সার্ভিস খোকসা উপজেলার টিমের প্রধান নজরুল ইসলাম জানান, মুদি দোকানদার নাজমুল হোসেনের দোকান থেকে ফায়ার শর্ট-সার্কিট এর আগুনে সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঔষধের দোকানদার ও পার্শ্ববর্তী সেলুনের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টা ব্যাপী আগুনের তাণ্ডবের পর নিয়ন্ত্রণে আসে। সে পর্যন্ত তিনটা দোকানের সকল মালামাল এবং যা কিছু ছিল সম্পূর্ণ ভুস্মীভূত হয়ে যায়।
সংবাদ শুনে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ঘটনায় স্থল পরিদর্শন করেন এবং তাদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে যতটুকু করা যায় সেটা করার আশ্বাস প্রদান করেন। তবে স্থানীয় বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
খোকসায় আগুনে পুড়ে তিন দোকান ভষ্মিভূত

Leave a comment