কুষ্টিয়া প্রতিনিধি: পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিকতার ছোঁয়ায় সর্বপ্রথম কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইউনিব্লক দিয়ে সড়ক নির্মাণ করা হলো চরপাড়া জামে মসজিদ থেকে উপজেলা সড়ক পর্যন্ত ৫৯০মিটার।
বৃহস্পতিবার সকাল থেকে এ সড়কের ইউনিব্লক দিয়ে তৈরি কার্যক্রম সমাপ্ত হয়েছে। এলজিইডি খোকসা অফিসের সার্বিক তত্ত্বাবধানে ফাহা কনস্ট্রাকশন দৌলতপুর এর মাধ্যমে সর্বপ্রথম ইউনিক ব্লক সড়ক নির্মাণ করা হলো। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ লক্ষ টাকা।
এলজিইডি খোকসা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আসিফুদ্দৌলা জানান ইউনিব্লক দিয়ে প্রথম বারের মত পরিবেশ বান্ধবও টেকসই সড়কটি নির্মাণে আমাদের ব্যয় হয়েছে ৪৯ লক্ষ টাকা। প্রাথমিক অবস্থায় ৫৯০মিটার কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক এই প্রকল্পের কাজ সফল হলে আগামীতেও এলজিইডি'র পক্ষ থেকে অন্যান্য সড়কেও ইউনিব্লক দিয়ে নতুন সড়কের কাজ সম্পন্ন করা হবে।
উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিসের কার্য সহকারী আব্দুল আউয়াল বললেন, সবচেয়ে বেশি সুবিধা হল পরিবেশ বান্ধব, টেকসই ও সাধারণ মানুষের কাছে দৃষ্টিনন্দন। এলজিইডি'র উদ্ভাবনী এ প্রকল্পটি প্রাথমিক অবস্থায় আমাদের উপজেলায় প্রথম হলেও বিভিন্ন উপজেলায় এ প্রকল্পের সফলতা পাওয়া গেছে। আশা করি ইউনিব্লক এ প্রকল্পে আমরাও সফলতা পাবো।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত