
হুমায়ুন কবির, কুষ্টিয়া : ২০২৩ অর্থবছরের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল ড্রাগন চাষে কৃষকের উদ্বুদ্ধকল্পে কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষি বাড় দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামের কৃষক মনিরুজ্জামান এর ড্রাগন চাষের মাঠের পাশে এই মাতৃভাষ অনুষ্ঠিত হয়।
উচ্চ ফলনশীল ড্রাগন চাষে স্থানীয় কৃষকের মাঝে উদ্বুদ্ধ করতে নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পের আওতায় ড্রাগন চাষের মাট দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল রানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা।
কৃষক মনিরুজ্জামানের বীর শতাংশ জমির উপর ৬’শ কাটিং ড্রাগন গাছ লাগাতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।
চলতি বছরেই উচ্চ ফলনশীল বিদেশি ফল ড্রাগনের প্রায় তিন লক্ষ টাকা ফলের আশা করছে কৃষক মনিরুজ্জামান।
এক প্রশ্নের জবাবে কৃষক বদরুজ্জামান বলেন আগামী ২০ বছর শুধুমাত্র আগাছা ও মেনটেনেন্স প্রকল্প ছাড়া বাকি কোন খরচ হবে না এই ড্রাগন চাষে। উচ্চ ফলনশীল ও অর্থকরী ফসল হিসাবে ড্রাগন চাষ করে আমি প্রতিবছর প্রায়ই ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারব এই ২০ শতাংশ জমির উপর থেকে।
মার দিবসে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন নতুন উদ্যোক্তা কৃষকরা ড্রাগন চাষের উদ্বুদ্ধ পরনে উপস্থিত ছিলেন।