হুমায়ুন কবির, কুষ্টিয়া : মাদকমুক্ত যুব সমাজ গড়তে ফুটবলের আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ব্যতিরেকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজন করা হয়েছে। অত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে মেধাবী ক্রীড়াবিদ তৈরি হবে যা আমাদের জাতীয় দলের কান্ডারী হয়ে দাঁড়াবে। রবিবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার - ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমপি আব্দুর রউফ এ কথা বলেন।
উপজেলা পরিষদ ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন।
বৃষ্টি বিঘ্নিত ও দীর্ঘ প্রতীক্ষিত উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে শিমুলিয়ার মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে খোকসা ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব ১৭ গোপগ্রাম ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব ১৭ ক্রীড়াবিদরা নৌপুণ্য দেখিয়ে উপস্থিত দর্শকদের উজ্জীবিত করেন। উদ্বোধনী ম্যাচে খোকসা ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী হয়।
পরে ঔ একই মাঠে জানিপুর ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ ও জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব১৭ ফুটবল একাদশ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জানিপুর ইউনিয়ন পরিষদ অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ ২-০ গোলে বিজয় হয়।
ইউনিয়ন পরিষদের উপজেলার খেলা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মাঝে নতুন প্রাণের সঞ্চালনা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত