
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌরসভার রাজনাথপুর নামক স্থানে সোমবার রাত এগারোটার সময় মোটরসাইকেল গতিরোধ করে উপজেলা ভাইস চেয়ারম্যানদের উপর অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাতক ব্যক্তিরা।
স্থানীয়রা আহত সেলিম রেজা কে উদ্ধার করেও খোকসা হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার হাতের সাতটি সেলাই দেয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে নৌকা প্রতীকের নির্বাচনী সমর্থক সেলিম রেজা (৪৫) (উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক) ও মো: রানা(৩২) মোটরসাইকেল যোগে খুব সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে সমসপুর বাড়ি যাওয়ার পথে রাজনাথপুর উপজেলা মার্কেটের পাশে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা মোটরসাইকেল গতিরোধ করে উপদ্রবয়ে হামলায় তাকে গুরুত্ব আহত করে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ঘটনা সত্যতার স্বীকার করে বলেন রাতেই এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে কোন গ্রেফতার করা হয়নি তবে অভিযান অব্যাহত রয়েছে।
আহত উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা বলেন, রাতের আঁধারে আমার উপর ৫/৬ জন অতর্কিত হামলা করে। এ সময় রাস্তার বাইরে ও আরো বেশ কয়েকজন ছিল বলেও তিনি জানান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সময় নৌকা প্রতীকের সমার্থক ১। মোঃ সেলিম রেজা (৪৫) (যুগ্ম সাধারণ সম্পাদক খোকসা উপজেলা আওয়ামী লীগ ও ভাইস চেয়ারম্যান খোকসা উপজেলা পরিষদ) পিতা আঃ মজিদ মন্ডল সাং শোমসপুর ২। মোঃ রানা (৩২) পিতা আঃ জলিল মেলেটারী সাং মাসিলিয়া উভয় থানা খোকসা জেলাঃকুষ্টিয়া মোটরসাইকেল যোগে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর আওয়ামীলীগ অফিস হইতে বাড়ি যাওয়া সময় রাজনাথপুর জেলা পরিষদ মার্কেটের সামনে পৌঁছালে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ৫/৬ জন সমার্থক পথ প্রতিরোধ করে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে মোঃ সেলিম রেজার বাম হাতের বাহুতে আঘাতপ্রাপ্ত হয় তিনটি সেলাই লাগে ও মোটরসাইকেল চালক মোঃ রানা লাঠির আঘাতে নীলা ফোলা আহত হয়। ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত আছে।

