কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া খোকসা উপজেলার কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক সুবিধাভোগী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে খোকসা উপজেলা মিলনায়তনে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বাছায়কৃত ১৭০ জন কৃষক কৃষানীদের নিয়ে কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকরণ এবং বিপণন কার্যক্রম উন্নত প্রকল্প আয়োজিত পেয়াজ ও রসুন সংরক্ষণের ঘর ব্যবহার ও হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়ে সুবিধাভোগী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা কৃষি বিবরণ কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে মূল্যবান দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন কৃষি বিপদন অধিদপ্তরের ঢাকা অফিসের উপ-পরিচালক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাঠকর্মী কুষ্টিয়া জেলার কৃষি বিপণন অফিসের মোঃ রাসেল আলী।
উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষকদের উৎপাদিত পিঁয়াজ ও রসুন কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে হারভেস্ট করে তা বিপণন করতে হয় এ সকল বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন আগত অতিথিরা।
কৃষকদের মাঝে পেঁয়াজ এবং রসুন চাষ পদ্ধতি এবং হারভেস্ট করা সহ পিঁয়াজ এবং রসুন সংরক্ষণ ও পরবর্তীতে বিপণন কার্যক্রম সম্পন্নে কৃষকদের হাতে কলমের প্রশিক্ষণ সহ বাস্তবধর্মী বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে কৃষকরা তাদের মনের মতন করে পেঁয়াজ এবং রসুন হারভেস্ট ও সংরক্ষণ করতে পারবে বলে আশা প্রকাশ করলেন আয়োজকগণ।
কৃষি বিপণন কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে উপস্থিত ১৭০ জন কৃষক কৃষানীরা তাদের উৎপাদিত পিঁয়াজ ও রসুন আগামীতে সুন্দর পরিবেশে হারভেস্ট ও সংরক্ষণ করে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করলেন আয়োজক কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক ঢাকা থেকে আগত উপপরিচালক জাহিদুল ইসলাম।