কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় কৃষক-কৃষানীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মিলন আয়তনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ২৫ জন কৃষক কিষানীদেরকে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়।
২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউটিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ আওতায় (কৃষক GAP সার্টিফিকেট) বিষয়ক একদিনের কৃষক কৃষানীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ টিপু সুলতান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কাউসার হোসেন।
নিশিতে আধুনিকরণ ও বৈজ্ঞানিকরণ এর মাধ্যমে কৃষক কিশানিদের উন্নত জাতের উদ্ভাবনী প্রকল্পের আওতায় এই দিন ব্যাপী প্রশিক্ষণ কৃষকরা উপকৃত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক কৃষাণীদের হাতে সার্টিফিকেট ও একদিনের অনারিয়াম তুলে দেওয়া হয়।
খোকসায় কৃষক -কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment