
কুষ্টিয়া প্রতিনিধিঃ বেল মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভরা মৌসুমে চাউলের অধ্যগতি দামের প্রেক্ষিতে নিম্নবিত্ত ও সাধারণ মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছে। এ সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে বর্তমান সরকার খোলা বাজারে ওয়ে বেশ পদ্ধতির মাধ্যমে ৩০ টাকা প্রতি কেজি চাউল বিক্রয় সিদ্ধান্তে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। সারা দেশের নাই কুষ্টিয়ার খোকসা পৌরসভার কাধেরপুর ও থানাপাড়ায় দুইটা ডিলার পয়েন্ট এর মাধ্যমে প্রতিদিন এক টন করে চাউল ৪০০ জন ব্যক্তির মাঝে বিক্রয় করা হবে।
জেলা খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সকাল দশটার সময় খোলা বাজারে চাল বিক্রির শুভ উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য অফিসার তাজউদ্দিন আহমেদ ও উপজেলা খাদ্য গুদাম অফিসার ওসিএলসি মোহাব্বাতুন্নেছা ও খাদ্যকর অফিসার কর্মকর্তাগণ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পাওয়াই সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। আর সেজন্যই সরকার খোলা বাজারের মাধ্যমে চাল বিক্রয় সিদ্ধান্ত নেয়। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ এতে সাধারণ মানুষ উপকৃত হবে।
সঠিকভাবে প্রত্যেকটি মানুষ যাতে খোলা বাজারে চাল পায় সেজন্য ট্যাগ অফিসারের মাধ্যমে সরকারের নিয়ম মোতাবেক প্রত্যেকে পাঁচ কেজি করে চাউল ৩০ টাকা প্রতি কেজি ক্রয় করতে পারবেন।